• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

১৩৫ বছর বয়সী নারীর মৃত্যু

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দরে মোমেনা বেগম নামে ১৩৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  শুক্রবার জুম্মার নামাজের পর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ যোহর নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জেলার সবচেয়ে প্রবীণ বৃদ্ধা মোমেনা বেগমের মৃত্যুর সংবাদে এলাকার মানুষ এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন। মৃত্যুর সময় তার সাত ছেলে-মেয়ের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে জীবিত রয়েছেন। তার চার ছেলে মারা গেছেন। আর জীবিত ছেলে মেয়েদের বয়সও আশির উপরে। 

পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধা ময়না বেগমের বয়স হয়েছিল ১৩৫ বছর। বৃদ্ধার ছোট নাতি কবির হোসেন দাবি করে বলেন, ভোটার আইডি কার্ডে বয়স ১২০ বছর। তবে তিনি ভোটার আইডি কার্ড খুঁজে দেখাতে পারেননি । 

নাতি কবির হোসেন জানান, ২০ বছর বয়সে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামের আগুনিয়াপাড়ার ফজলার রহমান আগুনিয়ার সঙ্গে পারিবারিকভাবে মোমেনা বেগমের বিয়ে হয়। তিনি ব্যক্তিগত জীবনে সাত সন্তানের জননী ছিলেন। বড় মেয়ে লতিফন নেছার বর্তমান বয়স ৯৫ এবং ছোট ছেলে আজিজার রহমানের বয়স ৬০ বছর।

তিনি আরো জানান, মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি টিউবওয়েলের পানি তোলা, তরকারি কাটার কাজ করতে পারতেন। তিনি চশমা ছাড়াই সুঁইয়ের মধ্যে সুতো দিতে পারতেন। তিনি চলাফেরাসহ পরিবারের সব কাজকর্ম অন্যের সহযোগিতা ছাড়াই করতে পারতেন। তিনি ধার্মিক ও নামাজি ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –