• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে মানবশিশুর ভ্রুণ রেখে পালাল অজ্ঞাতরা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

পুকুরপাড়ে অপরিণত একটি মানবশিশুর ভ্রুণ রেখে পালিয়ে যায় অজ্ঞাত লোক। সেই ভ্রুণকে ঠোঁট দিয়ে আছাড় ও ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছিল একটি কাক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে থানায় খবর দেয়া হয়। তাৎক্ষণিক ভ্রুণটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

সোমবার সকালে দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউপির হরিহরপুর পিঁয়াজবাড়ি গ্রামের ওই পুকুরপাড় থেকে ভ্রুণটিকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, ওই গ্রামের বিরামপুর কাটলা পাকা সড়কের পাশে একটি পুকুরপাড় রয়েছে। সেই পুকুরপাড়ে একটি অপরিণত মানবশিশুর ভ্রুণকে ফেলে যায় অজ্ঞাত লোক। পরে ভবঘুরে একটি কাক ভ্রুণটিকে ঠোঁট দিয়ে কামড় দেয়। মাটিতে আছাড় মারতে থাকে। ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ভ্রুণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়সের মানবশিশুর ভ্রুণটি উদ্ধারের আগে কাকের ঠোঁটের আঘাতে ক্ষতবিক্ষত হয়।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রুণটি উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –