• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

অবস্থার উন্নতি: তরল খাবার খাচ্ছেন ইউএনও ওয়াহিদা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সকাল থেকে লিকুইড জাতীয় খাবার খাচ্ছেন। রোববার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়াহিদা খানমের কনসাস লেভেল এবং আর সব প্যারামিটার ভালো। তবে শরীরের একটা অংশ অবশ। ডান পাশের অংশের উন্নতি নেই। মধ্যরাতে ওয়াহিদার অস্ত্রোপচারের পর  আজ পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষ হবে। সোমবার সকালে আবারো তার অবস্থার পর্যালোচনা করা হবে। 

প্রসঙ্গত, গত বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে তার ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরদিন আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –