• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ২৬ মে ২০২১  

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার (২৬ মে) সকালে হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বুধবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারো দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকে থাকা বাংলাদেশের পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –