• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে কমেছে শনাক্ত-মৃত্যু

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ১৩৯ জন।

শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২৪ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে একজন, বীরগঞ্জে পাঁচজন, বোচাগঞ্জে একজন, চিরিরবন্দরে পাঁচজন এবং কাহারোলে একজন আক্রান্ত হয়েছে। 

এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও দুজন। সদর উপজেলায় একজন ও বীরগঞ্জে একজন মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডার ১ হাজার ২৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটর ২৮টি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –