• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বিরামপুর হাসপাতালে এক মাস ধরে প্যারাসিটামল সংকট

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে এক মাস ধরে প্যারাসিটামল ট্যাবলেটের সংকট চলছে।

গ্রামাঞ্চলে মৌসুমি সর্দি জ্বরের সময় সাধারণ রোগীরা হাসপাতালে এসে জ্বরের অত্যাবশ্যকীয় ওষুধ প্যারাসিটামল ট্যাবলেট চাহিদামাফিক পাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় জানান, বিগত অর্থবছরে বিরামপুর উপজেলা হাসপাতালে সব ওষুধ এসেছিল। কিন্তু প্যারাসিটামল সেবনযোগ্য রোগীর সংখ্যা বেশি হওয়ার পরও চাহিদামতো তা সরবরাহ করা হয়েছে।

ফলে গত এক মাস ধরে এই হাসপাতালে প্যারাসিটামলের সংকট দেখা দিয়েছে। আমরা অন্তর্বর্তী চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওষুধ সরবরাহ পাইনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –