• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি`র

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি'র                       
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে বিজয় শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনাজপুরের হিলি সীমান্তে ২৮৫নম্বর মেইন পিলারের ১১নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ এর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারতের হিলি বিএসএফ ১৮০ ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব সাংবাদিকদের জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। 

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এজন্য দুইদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –