• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে রেলের ক্যাবল চুরি, ৪ চোর গ্রেফতার

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে রেল স্টেশন সংলগ্ন ইয়ার্ড থেকে ক্যাবল (তার) চুরির ঘটনায় চার চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। 

মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের রোস্তর নগর এলাকার মোনোয়ার হোসেনের ছেলে অন্তর হোসেন, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম, সাহেপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দূর্জয় এবং দিনাজপুর সদরের ষষ্টিতলা এলাকার একরামুল হকের ছেলে মোমিন। 

জানা গেছে, সোমবার রাতে পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন ইয়ার্ডে অবস্থান করা ৫০২৮ সিরিজের যাত্রীবাহী একটি বগির জাম্পার ক্যাবল চুরি করে নিয়ে যায় চোরেরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর (জি) সার্কেলের প্রধান পরিদর্শক (সিআই) আহসান হাবিবের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালায় ৯ সদস্যের একটি দল। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –