• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ 

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪  

পার্বতীপুরে স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ওই থানায় একটি মামলা দায়ের করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- কুমিল্লার ব্রাক্ষপাড়া উপজেলার মৃত নান্নু মিয়ার ছেলে সুজন, দিনাজপুর সদরের মজিবুল হকের ছেলে মমিনুল ইসলাম, জেলার কাহারোল উপজেলার দশমাইল এলাকার সামসুল হকের ছেলে সোহাগ আলী ও একই এলাকার মৃত শাহ মামুন আলী ছেলে আব্দুল আলী।

বুধবার বিকালে দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণে উপ-পরিচালক মো. শহিদুল মান্নাফ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জানান, মাদক কারবারি সুজন কুমিল্লা থেকে আরেক মাদক কারবারি মমিনুলের সহযোগিতায় ২টি স্কুল ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজার চালান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সরবরাহ করে আসছে। মাদকের এসব চালান গ্রহণ করতে আসে স্থানীয় মাদক কারবারি আব্দুল আলী ও সোহাগ আলী। জেলার পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জে জগন্নাথপুরে তারা ইজিবাইকের যাত্রী সেজে এসব মাদকের কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে থাকা ডিএনসির একটি চৌকস দল সন্দেহজনক ইজিবাইক থামিয়ে মাদক সরবরাহের সময় ৪ জনকেই আটক করতে সক্ষম হয়। তাদের অভিনব কৌশলে স্কুল ব্যাগে থাকা ১৫ কেজিগাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

সূত্রটি জানায়, তাদেরকে বুধবার বিকেল ৪টায় পার্বতীপুর থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –