• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

দিনাজপুর সদর উপজেলার নিমনগর বালুবাড়ি এলাকার বাসিন্দা আলী রেজা সোহেলকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী।

সাজাপ্রাপ্তরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ঘাষিপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে জুবিয়ার(৩৯), বড়বন্দর এলাকার মৃত কালামের ছেলে তনয়(৩৯), চাউলিয়াপট্টি এলাকার মোকিবের ছেলে রিয়াল(৪১), লালবাগ এলাকার জহিরউদ্দিনের ছেলে রাকু(৪০) ও উপশহর এলাকার সৈয়দ বশিরউদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে বাবু। এদের মধ্যে রায় ঘোষনার সময় নাজমুল হোসেন বাদে সকলেই আদালতে উপস্থিত ছিলেন। নাজমুল হোসেন পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট সকালে মোটরসাইকেলযোগে হত্যার শিকার আলী রেজা সোহেল আব্দুস সালাম নামের এক স্বজনের সাথে পর্যটন কেন্দ্র রামসাগর এলাকায় বেড়াতে যান। দুপুরে রামসাগর সংলগ্ন মহব্বতপুর হাজীর দীঘির মোড় এলাকায় আসামীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। পূর্ব শত্রুতার জেরে সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামান। এরপর দুইপাশের বাহুতে এলোপাথাড়ী রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করেন।

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পথে সে আসামীদের নাম বলেন। পরে বিকেল চারটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী সাতজনের নামে ও ২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত  করে ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আদালত বুধবার আসামীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষনা করেছেন। তবে চারজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামীদেরকে জেলহাজতে পাঠানো হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) রায় ঘোষণার পর কোর্ট চত্ত্বরে আসামীপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম বলেন, এ মামলায় পুলিশ ৫ জনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে উচ্চ আদালতে আপীল করা হবে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –