• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

কাহারোলে গাঁজা উদ্ধার 

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

টের পেয়ে গাঁজা রেখেই বাড়ি থেকে পালালো মাদক কারবরি। এ সময় সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর। অভিযানের টের পেয়ে মিজানুর রহমান নামে এক মাদককারবারি পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাতে দিনাজপুর কাহারোল উপজেলার সৈয়দপুর কোনপাড়া এলাকার বসতবাড়ি থেকে ডিএনসি দিনাজপুরের একটি দল অভিযান চালিয়ে এই গাঁজা জব্দ করে। পলাতক মিজানুর রহমান (৪৯) কাহারোল উপজেলার সৈয়দপুর কোনপাড়া এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন এর ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে সংবাদ পেয়ে বুধবার দিবাগত রাতে ডিএনসির একটি দল কাহারোলের সৈয়দপুর কোনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় পলাতক মিজানুর রহমানের বাড়ির শয়নকক্ষে তল্লাশি করে পলিথিন মোড়ানো অবস্থায় সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করে। পলাতক মিজানুর রহমান এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –