• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

‘আওয়ামী লীগ খেলাধুলা-সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনেছে’

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৫ বছর আগে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশে সুষ্ঠু সংস্কৃতি ও খেলাধুলা ছিল না। ছিল শুধু জঙ্গি ও সন্ত্রাসবাদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খেলাধুলা ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনেছে।

শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে না জানলে বাঙালির ইতিহাস জানা যাবে না। আমরা বঙ্গবন্ধুর পথচলা অনুসরণ করে নিজেদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবো। বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে জানতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র মোহাম্মদ আসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –