• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আরো ১৭ লাখ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরো ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নতুন সহায়তা মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা পাওয়ার পরিমাণ দাঁড়াচ্ছে এক কোটি ৮৫ লাখ।

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে সময়মত ফাইজার টিকা অনুদান পাওয়ায় বাংলাদেশ টিকাদান কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারিত করে ১২ ও তদুর্ধ্ব বয়সীদের টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বাংলাদেশকে আরেক দফা ফাইজার টিকা অনুদান দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের দেওয়া এই উপহার বাংলাদেশ সরকারকে আরো বেশি মানুষকে বিশেষ করে তরুণ বয়সীদের জন্য টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে।

চলতি বছরের শেষ নাগাদ টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৪০ ভাগকে টিকাদানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ফাইজারের টিকা অনুদান দিয়ে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেওযা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিনামূল্যে ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ এ চালান। টিকা অনুদান এবং সহায়তা ছাড়াও বাংলাদেশকে কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রমে এক হাজার ৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –