• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্য: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্য: ধর্ম প্রতিমন্ত্রী                
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিসেবে ইসলামপুরের কাঁসা শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদে (কাঁসারী পাড়া) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে বাস্তবায়িত ‘কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্প’র পক্ষ হতে উদ্যোক্তাদের মধ্যে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফরিদুল হক খান বলেন, প্রায় অবলুপ্ত এই শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে এই শিল্পের সঙ্গে জড়িত  শিল্পী ও কারিগরদের জীবনমান উন্নত ও ব্যবসা সফল হবে এবং ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকবে।

তিনি বলেন, কাঁসার তৈজসপত্র উপহার সামগ্রী হিসেবে প্রচলনের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র, মহিলা ও শিশু বিষয়ক, পর্যটন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহকে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী  ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের পণ্যসামগ্রীকে দেশে-বিদেশে আরো জনপ্রিয় করে তুলতে এর প্রচার প্রসারে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –