• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কাহারোলে সঙ্গীত শিক্ষার্থীদের মাঝে কৃতিপত্র বিতরণ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে কাহারোল সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত টায় কাহারোল সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিশুদের মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না। প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। আর বিজ্ঞান ভিত্তিক যুগে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর সে জন্য প্রয়োজন গুনগত ও ভালো মানের শিক্ষা। সেজন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থী লেখাপড়ায় মনোনিবেশ করাতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম.এ কুদ্দুস সরকার, কাহারোল সঙ্গীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা রাজেন্দ্র দেব নাথ, বিশিষ্ট সাংবাদিক সুকুমার রায়, বাংলাদেশ ওয়ার্ড ভিশন কাহারোল এপি ম্যানেজার কুহু হাগিদক। সমাবেশটির পরিচালনা করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নিপা রায়। শিক্ষার্থীদের মাঝে কৃতিপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –