• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৩১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের হলরুমে উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান মিন্টু, তাজ উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, মুক্তা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ প্রমুখ।  

কুড়িগ্রাম পৌরসভার পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর নাগরিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –