• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে জোড়া লাগানো কন্যাশিশুর জন্ম

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাসরিন বেগম (২৫) নামে এক প্রসূতি জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২১ মার্চ) রাতে কুড়িগ্রাম শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের আলমগীর হোসেন রানার স্ত্রী। রানা একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করেন।

ক্লিনিক সূত্রে জানা গেছে, ওই প্রসূতিকে সোমবার ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। মা ও জোড়া লাগানো শিশুরা সুস্থ আছে।

চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে শিশুদের বাবা আলমগীর হোসেন রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ বলেন, বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সাকসেসফুল হয়েছে। কুড়িগ্রামের এ শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিলে সার্জারি বিভাগের চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –