• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

কুড়িগ্রামে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে মহিলা সংস্থা চত্বরে ১শ ৯ জন নারীর মাঝে ১৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া ও উপকারভোগীদের পক্ষ থেকে আনোয়ারা বেগম।

স্বল্প সুদে এ ঋণ গ্রহণ করে ১শ’ ৯জন দরিদ্র নারীর আত্মকর্মসংস্থান হবে বলে আশা করেন বক্তারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –