• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা শিক্ষক দিবস পালিত                      
কুড়িগ্রামে নানা আয়োজনে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলার সকল স্তরের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতার বিজয় স্তম্ভে এসে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জহুরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ প্রমুখ। 

দিবসটি উপলক্ষে জেলার বেসরকারী শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, নীতিমালা অনুযায়ী বদলী প্রথা চালু, ম্যানেজিং কমিটি প্রথা বাতিল, সহকারি শিক্ষকদের ন্যায়অ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুুরোধ জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –