• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

কুয়াশায় মোড়ানো সকাল জানান দিচ্ছে শীতের

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২  

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব তেমন পড়েনি উত্তরের জেলা দিনাজপুরে। তবে দেশের অন্যান্য স্থানে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির পর থেকেই এ জেলায় রাতে ও ভোরে নামছে ঘন কুয়াশা।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল চারদিক। এসময় জেলার ছোট-বড় সব সড়ক ও মহাসড়কের সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের প্রশাসনিক সহকারী আনোয়ার শাহাদাত মানিক বলেন, কার্তিকের ১১ দিন। এ মাসেই এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি দিনাজপুরবাসী। অফিসে এসে মেডিকেল কলেজের ক্যাম্পাসটি কুয়াশাচ্ছন্ন দেখে খুব ভালো লাগছে। কুয়াশা জানান দিচ্ছে, শীত এসে গেছে।

ভোরে হাঁটতে বের হওয়া খোদমাধপুর গ্রামের রেজাউল করিম বলেন, এই মাসে প্রাকৃতিক নিয়মেই কিছুটা কুয়াশা পড়ার কথা। তবে এত পড়ার কথা নয়। যেন বেশিই কুয়াশা পড়েছে। কাছে থেকে একটু দূরের কিছু দেখা যাচ্ছে না।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথের গার্ড রেজাউল ইসলাম বলেন, মধ্যরাতের পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল শহর। কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে রোদ উঠতে শুরু করে। বেলা ১১টার দিকে চড়া রোদে বেশ গরম লাগছে।

এদিকে শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাকুওয়েদার।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –