• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

খানসামায় জাল ভোট দেওয়ার অভিযোগে দুইজন আটক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের খানসামা উপজেলার চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, দিনাজপুরের বিরামপুরে দুপুর ১২টার দিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর এজেন্টদের কাছ থেকে কেন্দ্রের ফলাফল সিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার খাইরুল আলম নিজে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খানসামায় আটক হওয়া দুই যুবক হলেন- খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম। তারা দু’জনেই নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী বলে জানা যায়। 
রবিবার বিকেল পৌনে ৩টার দিকে ওই কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের আচরণ সন্দেহজনক হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করেন। 

চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে। 

অপরদিকে, রবিবার দুপুর ১২টার দিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর এজেন্টদের কাছ থেকে কেন্দ্রের ফলাফল সিটে স্বাক্ষর ঘটনা ঘটেছে বিরামপুরের মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিরামপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খাইরুল আলম ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছেন।

জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার খাইরুল আলম বলেন, নির্বাচন শেষ হলে গ্যাঞ্জাম হয়, তাই কাজ আগানোর জন্য এজেন্টদের আগেই স্বাক্ষর নিয়েছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –