• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

খানসামায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় আবুল হাসান মাহমুদ আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সকল ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মান করে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবেনা। 

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, পিআইও মাজাহারুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬০টি গৃহনির্মাণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –