• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

খানসামায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে খানসামা উপজেলায় ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটিটের আয়োজনে ও দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা হলরুমে ও খানসামা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মারুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মোট ১ হাজার ৪২জন কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –