• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

গরু বাঁচাতে গিয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেল ইঞ্জিনের ধাক্কায় শেফালী রানী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী রানী পার্বতীপুর উপজেলার রামপুর মাঝাপাড়া এলাকার অলেকান্ত ওরফে গান্ডুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার বিকেলে শেফালী রানীবাড়ি থেকে গরু নিয়ে বের হয়ে রেললাইনের পাশের জমিতে বেঁধে রাখেন। কিছুক্ষণ পর রেললাইন মেরামতের কাজে ব্যবহৃত গাড়ির ইঞ্জিন পার্বতীপুর থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। ইঞ্জিনের শব্দে দিগ্‌বিদিক ছুটতে শুরু করে গরু। গরুকে বাঁচাতে গলার রশি কাটার সময় ট্রেনের ধাক্কা লাগে শেফালীর। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পার্বতীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শাকিউল আজম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –