• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঘোড়াঘাটে অনগ্রসরদের মাঝে বাছুরগরু, হাঁস, মুরগি বিতরণ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩  

 
ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর অধীনে, ৯৭ জন  সুফলভোগীদের মাঝে বাছুরগরু, এবং ১২৫ জন সুফলভোগীদের মাঝে  হাঁস, মুরগি ও ঘর নির্মাণের সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঘোড়াঘাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শিবলী সাদিক, এমপি, দিনাজপুর ০৬।

উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ- মোঃ আলতাফ হোসেন, কৃষিবিদ, প্রাণিসম্পদ অফিসার দিনাজপুর জেলা। রুশিনা সরেন, মহিলা ভাইস চেয়ারম্যান, ঘোড়াঘাট উপজেলা পরিষদ। মোঃ কাজী শুভ রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা। মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, কৃষকলীগ ঘোড়াঘাট উপজেলা। বিপ্লব কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা, ঘোড়াঘাট উপজেলা।  মোঃ আসাদুজ্জামান আসাদ, ওসি ঘোড়াঘাট থানা এবং সুফলভোগী জনগণ ও অত্র উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –