• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঘোড়াঘাটে শিক্ষণীয় বিষয় ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের ঘোড়াঘাটে "জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তাহীনতা এবং জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বে সমাধান" প্রকল্প সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে শিক্ষণীয় বিষয় ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে একশন এইড বাংলাদেশ, এলাআরপি ৪৫ ঘোড়াঘাট এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট অফিসের প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট অফিসের ম্যানেজার সিনিয়র এগ্রিকালচার অফিসার আব্দুল কাইয়ুম ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসদুজ্জামান ভুট্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রারণ কর্মকর্তা রুহুল আমিন ও মোছা. উম্মে ছালমা, দ্বীপ শিখার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, ডাব্লিউসিডিবি এর নির্বাহী পরিচালক সন্ধ্যা মালো প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –