• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঘোড়াঘাটে কুকুরের কামড়ে ২১ জন হাসপাতালে

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে কুকুরের কামড়ে দু’দিনে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জন পুরুষ এবং বাকি ১১ জন নারী। যার মধ্যে অধিকাংশ শিশু এবং বয়স্ক। এ ঘটনায় পর থেকে পৌর এলাকাজুড়ে কুকুর আতঙ্ক বিরাজ করছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব রোগী ভর্তি হয়েছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আক্রান্তরা হলেন, জিল্লুর রহমান (৩৬), আব্দুল করিম (৪৫), রাজিয়া বেগম (৩০), লাবণ্য (৩), ইসমাইল হোসেন (৫০), শরিয়ত (৭), হাবিবুল্লাহ (৫), আরোবি আক্তার (৩), মাকছুদা বেগম (২৮), আনারুল ইসলাম (৩২), বানেসা বেগম (৪৫), ছোয়াইব ইসলাম (৩), মোজাফ্ফর রহমান (৫০), রাফিয়া আক্তার (৩), সুরুজ মিয়া (৩০), শ্যামলী কুন্ডু (৪৫), কাঞ্চন রানী (৩৫), পূর্ণিমা রানী সরকার (৫২), সালেহা বেগম (৭৫), বুলবুলি বেগম (৪২) এবং অনন্ত কুমার (১৯)। তারা সবাই ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভুক্তোভোগী এক শিশুর বাবা রবিউল ইসলাম বলেন, আমাদের গ্রাম এবং আশপাশে প্রতিদিন কুকুর কামড়ের ঘটনা ঘটছে। কুকুরের ভয়ে আমরা এখন বাড়ি থেকে বের হওয়াও দুষ্কর ব্যাপার। এসব কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আজমির ঝিলিক বলেন, দু’দিনে কুকুর কামড়ে আক্রান্ত হয়ে ২১ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন নারীর শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে কুকুর। কুকুরে আক্রান্ত সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদও রয়েছে। রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –