• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঘোড়াঘাটে গৃহবধুকে হত্যার অভিযোগ:স্বামী-শাশুরী গ্রেফতার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধু সাদিয়া আক্তার সাথী (১৪) কে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে পুলিশ গৃহবধুর স্বামী লাইম মিয়া ওরফে নাহিদ (২০) ও গৃহবধুর শাশুরী লাকি বেগম (৪০) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নাহিদ ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং লাকি বেগম মৃত আকবর হোসেনের স্ত্রী। গতকাল বুধবার (১১ অক্টোবর) নিজ বাড়ী থেকে তদের গ্রেফতার করা হয়।

গৃহবধু সাদিয়া আক্তার সাথীর বাবা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া গ্রামের শাহাদত হোসেন ঘোড়াঘাট থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, প্রেমের সুত্র ধরে গত ৩/৪ মাস আগে বাড়ী থেকে তুলে এনে সাথীকে বিয়ে করে নাহিদ। এই বিয়েতে সাদিয়া আক্তার সাথীর বাবার বাড়ীর লোকজন রাজী ছিলো না। বিয়ের পর সাথীকে ৪ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয় স্বামী ও শাশুরী। সাথী তার বাবার বাড়ী থেকে যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করলে গত মঙ্গলবার (১০ অক্টোবর) তাকে মারপিট করে স্বামী ও শাশুরী। গতকাল বুধবার ভোরে শাহাদত হোসেন জানতে পারেন, তার মেয়েকে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে বুধবার সকালে বাড়ী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সাথে আটক করা হয় স্বামী নাহিদ ও শাশুরী লাকি বেগমকে।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর  এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রেক্ষিতে বুধবার বিকেলে স্বামী নাহিদ ও শাশুরী লাকি বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নাহিদের এর আগেও ২/৩টি বিয়ের রেকর্ড রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –