• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঘোড়াঘাটে বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

 
নাশকতা চেষ্টার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার রাতে বদিউজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, এ মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু, ধারালো চাকুসহ নাশকতামূলক কর্মকাণ্ডের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরীসহ ৪২ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

মামলার বাদী বদিউজ্জামান উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামে মৃত শেখ মোসলিম উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ঘোড়াঘাট পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা হিরো মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক ইকবাল মানিক ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের লাবলু মিয়ার চাতালে নাশকতার পরিকল্পনা করছিলেন বিএনপির নেতাকর্মীরা। ঘটনা বুঝতে পেরে বদিউজ্জামান পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, চাতাল মালিক লাবু মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো নাশকতা ও অপতৎপরতা রুখতে পুলিশ প্রস্তুত রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –