• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দরে ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

 
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বাজারে মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে গত ১৫ নভেম্বর-২০২৩ তারিখে তরুণীকে গণধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১.৩০টায়  য়লা বানু (সভাপতি মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা)র সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-কানিজ ফাতেমা (সভাপতি- জেলা মহিলা পরিষদ দিনাজপুর), রুবিনা আক্তার (সাধারণ সম্পাদক জেলা মহিলা পরিষদ দিনাজপুর), পূর্ণিমা রানী (সাধারণ সম্পাদক মহিলা পরিষদ চিরিরবন্দর দিনাজপুর) সহ দিনাজপুর জেলা মহিলা পরিষদের নেত্রী ও চিরিরবন্দর উপজেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে চিরিরবন্দর উপজেলার মোছাঃ রওশন আরা রাইসা, পিতা মোঃ রবিউল ইসলাম,গ্রামঃ থানা পারা, উপজেলা চিরিরবন্দর, জেলাঃ দিনাজপুর সহ তাহার প্রেমিক মোসাদ্দেকুল হোসেন মাসুম বিয়ে করার জন্য বাড়ি হতে রাত১১০০ ঘটিকার দিকে পালিয়ে যাইতে ছিল। এমতঅবস্থায় কয়েকজন বকাটে যুবক টিএনটি মোড় হাটখোলা চিরিরবন্দর নামক জায়গায় তাদের অটোকে গতিরোধ করে জোর করে মেয়েটির প্রেমিককে মারধর করে মেয়েটিকে বখাটে যুবকরা নিয়ে চিরিরবন্দর থানাধীন মাঝাপাড়া এলাকায় গণধর্ষণ করে ধান ক্ষেতে ফেলে চলে যায়। পরবর্তীতে ধর্ষিত মেয়েটি ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে চিরিরবন্দর উপজেলা প্রশাসন মানববন্ধন কারীদের সঙ্গে একমত পোষণ করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আশ্বস্ত প্রদান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –