• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩  

 
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হাসান মাহমুদ আলী এমপি (সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি)।

এছাড়াও উপস্থিত ছিলেন-বাবু সুনীল কুমার শাহ, রোনাল্ট চাকমা, মো: বজলুর রশীদ, মোছাঃ লায়লা বানু, জোহর সুলতানা প্রমুখ।

এসময় ৫০৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ঈর্ষণীয়। কৃষি উন্নয়নের এ স্বপ্নের স্মৃতিসৌধ এঁকে দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার তিন বছরের মাথায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। স্বীকৃতিসরূপ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রধানমন্ত্রীকে সেরেস পুরষ্কারে ভূষিত করে। মাননীয় প্রধানমন্ত্রী এ পুরষ্কার কৃষকদের উৎসর্গ করেন বলে তিনি উল্লেখ করেন। কৃষি সার্বিক অগ্রগতির জন্য কৃষি-কৃষক-কৃষি বিজ্ঞানী-সম্প্রসারণবিদসহ সর্বোপরি কৃষিমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের প্রসংশা করেন। 

তিনি আরও বলেন, আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই না বরং খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি।  বিশ্বের মানদন্ডে কৃষিতে আরো বেশি বেশি উৎকর্ষ সাধনের জন্য তিনি নতুন নতুন প্রযুক্তির ব্যবহারসহ তথ্য-প্রযুক্তি ব্যবহারে উপর গুরুত্বারোপ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –