• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জলবায়ু পরিবর্তন সারাবিশ্বের জন্য হুমকি: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

জলবায়ু পরিবর্তন সারাবিশ্বের জন্য হুমকি: ত্রাণ প্রতিমন্ত্রী                  
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সমগ্র বিশ্বে এক ভয়াবহ বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য। কিন্তু এ প্রতিকূলতা আমাদের উদ্ভাবনী টেকসই সমাধানগুলো অন্বেষণ করার জন্য এক বিশেষ দ্বার উন্মোচন করেছে।

তিনি বলেন, সবার জন্য অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণ সমাজের নেতৃত্বে উপযুক্ত জলবায়ু কর্মকৌশল প্রণয়নে বাংলাদেশি যুবক ও তরুণদের প্রধান ভূমিকা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত “ঢাকা ক্লাইমেট টক ২০২২” অনুষ্ঠানে এসব কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। উদাহরণস্বরূপ সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং-এর পাশাপাশি অপ্রত্যাশিত হারে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েই চলছে। এ সমস্যার সমাধান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এসব দুর্যোগ দেশের দরিদ্রদের বেশিরভাগ প্রভাবিত করছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বেশি পরিলক্ষিত হচ্ছে আমাদের কৃষি খাতে।

ডা. মো. এনামুর রহমান বলেন, আরেকটি বড় সমস্যা হল দরিদ্র জনগোষ্ঠী। দুর্যোগ তাদের জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিবান্ধব ব্যবসা এবং জীবনধারার জন্য উদ্যোগ নেয়া গুরুত্বপূর্ণ, যেন ঝুঁকি মোকাবিলায় জনগণ নিজেদের প্রস্তুত করতে পারে। অভিযোজনের জন্য প্রাথমিক প্রয়োজন হলো সঠিক জ্ঞান ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণ এবং তার যথাযথ বাস্তবায়নে তরুণদের ভূমিকা থাকা। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের তরুণরাই প্রধান ভূমিকা রাখতে পারে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –