• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জেলা প্রশাসকের হস্তক্ষেপে দীর্ঘদিন পর বালু উত্তোলন বন্ধ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২  

গাইবান্ধার পলাশবাড়ির উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের গণেশপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন জমি থেকে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। স্থানীয়রা একাধিকবার বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ করলেও তাতে কোনো কাজ হয়নি।

মঙ্গলবার বিকালে গাইবান্ধা ও পলাশবাড়ির সাংবাদিকরা জেলা প্রশাসক অলিউর রহমানকে বালু উত্তোলনের বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক পলাশবাড়ি সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে পলাশবাড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রদিপ্ত রায় দিপন সরেজমিনে গণেশপুর এলাকায় গিয়ে বালু উত্তোলনের সত্যতা পান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরগাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জড়িমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

পলাশবাড়ি উপজেলার সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা প্রদিপ্ত রায় দিপন সাংবাদিকদের বলেন, অবৈধভাবে কৃষি জমি কেটে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগ ছিল রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে কৃষি জমি কেটে বালু উত্তোলন করে আসছিল। জেলা প্রশাসকের নির্দেশে গণেশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো।

তিনি আরও বলেন, রফিকুল ইসলাম যাতে ভবিষ্যতে ওই এলাকায় কৃষি জমি কেটে বালু উত্তোলন না করে এজন্য তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে আইন অমান্য করে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –