• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

টানা দুই হারে ধৈর্যের বাঁধ ভাঙল রুটের

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

ব্রিসবেনে শোচনীয় পরাজয়ের পর অ্যাডিলেডে প্রত্যাবর্তনে আশাবাদী ছিল ইংল্যান্ড দল। কিন্তু বাস্তবে তা হয়নি। হ্যাজেলউড এবং অধিনায়ক প্যাট কামিন্সের মতো বোলারদের ছাড়াই অ্যাডিলেডে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৪৬৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দল মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায়। স্বাগতিক দল এখন অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে। টানা হারে ইংলিশ অধিনায়ক জো রুট বেশ বিরক্ত।

ম্যাচ শেষে তিনি বলেন, 'প্রথম ২০ মিনিটে আমাদের সাবধানে খেলতে হবে; কিন্তু তারপর রানের লোভ থাকতে হবে। আমাদেরও বল ছেড়ে দিতে হবে। আমরা এটা করতে পারি। ব্যাটসম্যানদের দৃষ্টিভঙ্গি দুর্দান্ত ছিল এবং আমাদের এটা আরো বেশি করতে হবে। আমাদের বোলাররা সঠিক লেংথে বল করেনি। এটা খুবই হতাশাজনক, কারণ আমরা একই ভুল বারবার পুনরাবৃত্তি করছি। চার বছর আগে আমরা যে ভুলগুলো করেছিলাম তা এখনো করছি। আমরা ভালো বোলিং করতে পারতাম।'

সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ড দলের পারফরম্যান্সে সকলেই হতাশ হয়েছেন। ব্যাটসম্যানরা রান করছেন না, বোলাররাও উইকেট নিতে পারছেন না। ররি বার্নস ও হাসিব হামিদের উদ্বোধনী জুটি ইংল্যান্ডের জন্য বড় চিন্তার কারণ। এমনকি বেন স্টোকসও ব্যাট হাতে রান পাচ্ছেন না। তবে পরের ম্যাচে জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী রুট, 'আমরা আরো ভালো বোলিং করতে পারতাম এবং আমাদের আরো ভালো ব্যাটিং করা উচিত ছিল। সিরিজের ছবিটা ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমি আত্মবিশ্বাসী যে এখানে জয়ের জন্য যা যা দরকার তা আমাদের আছে। শুধু একই ভুলের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।'

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –