• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে পাঁচদিন পর আজ মিললো সূর্যের দেখা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে টানা পাঁচ দিন পর সূর্যের দেখা মিলেছে। সোমবার সকাল থেকে রোদের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বাভাবিক হয় জনজীবন।

১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে ঘর থেকেই বের হতে পারেনি মানুষ। সূর্যের দেখা পেয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে তাদের মাঝে।

সদর উপজেলার আকচা ইউপির মুদি দোকানি শামীম রহমান বলেন, তীব্র শীতে খুব কষ্ট হয়েছে। ঘর থেকেই বের হতে পারিনি। আজ সূর্যের দেখা পেয়ে দোকান খুলেছি। সবাই কাজে বের হয়েছে। অনেকেই পত্রিকা হাতে বাড়ির সামনে বসে রোদ পোহাচ্ছেন।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নিম্ন আয়ের মানুষ। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বিভিন্ন বয়সের মানুষ। এখন তাপমাত্রা বাড়ছে। আশা করি, জনজীবনে স্বস্তি ফিরবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –