• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ডিজিটাল যন্ত্রের যুগে আমাদের পৌঁছাতেই হবে: মোস্তাফা জব্বার

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২  

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে সামনে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি কিংবা ব্লকচেইনের মতো ডিজিটাল যন্ত্রের যুগে আমাদের পৌঁছাতেই হবে। প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে বড় ভূমিকা রাখতে হবে।

বুধবার রাতে ঢাকায় বিসিএস ইনোভেশন সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি উদযাপন, নতুন ওয়েবসাইট উদ্বোধন ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণ ও প্রযুক্তি উদ্ভাবনে সরকারের গৃহীত উদ্যোগ সফল করতে বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ (বিসিএস) সংশ্লিষ্ট সব ট্রেডবডি এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার যন্ত্রটিকে সবার নাগালে পৌঁছে দিয়ে দেশে ডিজিটাল বিপ্লবের যাত্রা শুরু করেন।

বিসিএস প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কামালের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মন্ত্রী বলেন, ১৯৮৭ সালে মাত্র ১১ জন সদস্য নিয়ে শুরু হওয়া এ সমিতি আজ একটি বিরাট মহিরুহে পরিণত হয়েছে। বিসিএস অন্য কোনো ট্রেডবডির মতো নয়। এ সংগঠনটি নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গর্ব করার জায়গায় সংগঠনটিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –