• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী পুরস্কৃত

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

আয়কর সম্পর্কে জনগণকে সচেতন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর মেলার দ্বিতীয় দিনে ‘কর শিক্ষণ ফোরামে’র কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এ পুরস্কার তুলে দেয়া হয়।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে বই ও সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনজনকে দেওয়া হয় প্রাইজবন্ড।

এসময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের করদাতাদের আয়কর সম্পর্কে সচেতন করতে সপ্তাহব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে ঢাবি’র অর্থনীতি, ফিন্যান্স এবং ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের মোট ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামী পাঁচ দিন ‘কর শিক্ষণ ফেরাম’ প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজের ৪০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –