• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

তারেকের কূটরাজনীতিতে ধ্বংস হচ্ছে বিএনপি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

তারেকের কূটরাজনীতিতে ধ্বংস হচ্ছে বিএনপি                        
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবর্তমানে দল পরিচালনা করছেন সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে পলাতক তারেক রহমান। তার কূটরাজনীতিতে প্রতীকী নেতায় পরিণত হয়েছেন খালেদা জিয়া, এতেই ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি।

বিএনপির একটি পক্ষ মনে করেন, খালেদা জিয়ার আর্থাইটিসের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ কিডনি জটিলতা রয়েছে। এ কারণে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আর এ সুযোগ কাজে লাগিয়ে দলকে গ্রাস করে নিয়েছেন তারেক রহমান। তার কারণে দলে বিভক্তিও দৃশ্যমান। খালেদা জিয়া কোনো কারণে নেতৃত্ব থেকে সরে গেলে বিএনপি ভেঙে যাবে।

বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, তারেক রহমানের বিষয়ে তাদের নেতিবাচক মনোভাব রয়েছে। তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণের জন্য এখনো উপযুক্ত নন বলে তারা মনে করছেন। বিশেষ করে জিয়াউর রহমানের সময় যারা বিএনপির রাজনীতি শুরু করেছিলেন তারা তারেকের নেতৃত্ব মেনে নিতে পারছেন না।

সবমিলিয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের দূরত্ব স্পষ্ট। এই নেতাদের সংশয়- খালেদা জিয়া দল গোছাতে ফিরে না আসলে তারেকের কূটরাজনীতিতে বিএনপি ধ্বংস হয়ে যাবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –