• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

তিন প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং অফিসার হলেন- বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল। 

বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী জানান, এই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিনজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পরে তিনজন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহারকৃত ওই কর্মকর্তাদের স্থানে নতুন তিনজন প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ‌‘নৌকা’ প্রতীকের প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল। এখানে স্বতন্ত্র আবু হোসাইন বিপু, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম, এনপিপি’র জহুরুল ইসলাম ও জাকের পার্টির বিভূতি ভূষণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –