• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

তীব্র শীতে কাপছে কুড়িগ্রাম

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামে শীত বাড়ছেই। পৌষের শুরু থেকেই তীব্র শীতে কাতর জেলাবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই পুরো জেলায় ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে।

ঠাণ্ডার কামড় থেকে বাঁচতে গরম কাপড় পরে আগুনে হাত-পা সেঁক দিচ্ছে সব বয়সের মানুষ। শিশু ও বৃদ্ধরা তো লেপ-কম্বলের নিচ থেকেই বের হতে ভয় পাচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবাহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে ঠান্ডা ক্রমেই বাড়ছে। এ মাসের ২০ তারিখের পর এখানে শৈত্যপ্রবাহ এবং ২৪-২৫ তারিখ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

কুড়িগ্রামের সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –