• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফুলবাড়ীর মিজানুর রহমান

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুর জেলা পর্যায়ে জাতিয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, ফুলবাড়ী উপজেলার বারাই আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান । 

গত বুধবার (১৮ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম এর নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির তাঁকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত করেন।

যাছাই-বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন,জেলা শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী, পিটিআই সুপারেনটেন্ট মন্সুর আলম, জেলা মহিলা ও শিশু বিষয়ক সাইফুল আলম, ও ক্রিতা কর্মকর্তা হিরা আক্তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভূঁইয়া বলেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান উপজেলা প্রাথমিক  শিক্ষায় আইসিটির ব্যবহার নিশ্চিত করার জন্য উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে আইসিটি বিষয়ক কার্যক্রম এর সাথে দির্ঘদিন থেকে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি ২০১৭ সালে প্রধান মন্ত্রীর বিশেষ প্রকল্প এটুআই কতৃক আয়োজিত কক্সবাজার শিক্ষক সম্মেলনে মুক্তপাঠে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পুরস্কৃত হন। এই বার তিনি উপজেলা ও দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –