• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী নির্বাচিত

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে চতুর্থবারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম তারিক পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট। 

চিরিরবন্দর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১০৭ জন। এর মধ্যে নৌকা প্রতীকে ৫৭ হাজার ৫৮০ ভোট, ট্রাক প্রতীকে ৫০ হাজার ৩৩ ভোট। 

খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪৪ হাজার ৭১৫ জন। এর মধ্যে নৌকা প্রতীকে ৩৮ হাজার ৮৬৭ ভোট, ট্রাক প্রতীকে ১২ হাজার ৩৯১ ভোট । 

দিনাজপুর-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার একেএম শরীফুল হক ও মো. তাজউদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –