• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে আদিবাসী নাগরিকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

দিনাজপুরে আদিবাসী নাগরিকদের উপর অত্যাচার নির্যাতন জোরপূর্বক জমি দখল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে  শহরের কালিতলা প্রেসক্লাবে আদিবাসী নাগরিক গণেশ হেমরম কালিতলা প্রেসক্লাবে ভূমিদস্যু আজগর আলী কসাই আদিবাসী নাগরিকদের নির্যাতন ও জোরপূর্বক জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, চিরিরবন্দর উপজেলার দুর্গাপুর মৌজার ১ নং খতিয়ান ভুক্ত ৪১৪২ নং দাগের ৯ শতাংশ করে মোট ১৮ শতাংশ খাস জমিতে গত ২৪/১২/২০১৮ সাল হতে সরকারের নিকট  ৯৯ বছরের জন্য লীজ গ্রহণ করে আদিবাসীরা বসবাস করে আসছে। ভূমিদস্যু আজগর আলী কসাই  আদিবাসীদের নামে কোর্টে মামলা করে কোট হতে আকর্ষণিক আদেশের মাধ্যমে গত ২৪-১১-২০২৩ তারিখে বাড়িঘর ভাঙচুর করে জমি দখল করে।

উল্লেখ্য, ঘটনার সত্যতা যাচাই করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের  আকুল আবেদন এদেশের খাস জমিতে বসবাস করার জন্য ও ভূমিধসুদের হাত হতে রক্ষার আহ্বান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –