• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে আম ও লিচুতে লাভবান হওয়ার স্বপ্ন চাষীদের

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

রাজশাহীর আম, নাটরের কাঁচাগোল্লা, দিনাজপুরের লিচুর নাম শুনলেই জীবে জল আসে। ফাগুনের শেষের দিকেই দিনাজপুরের আম ও লিচু গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। আম ও লিচু চাষিরা আনন্দে উৎফুল্ল। এবার হয়তো লোকসান গুনতে হবে না। ঘরে কিছু অর্থ আসবে। খুদে মৌমাছিরা মধু আহরণে ঝাকে ঝাকে গাছগুলো দখল করছে। মৌ মৌ গন্ধে ছড়িয়ে পড়েছে শহরসহ গ্রামাঞ্চলগুলো। 

আর মাস খানেকের মধ্যেই লিচু ও আম বাজারে আসতে শুরু করবে। অপেক্ষায় দিন গুনছে আম ও লিচু চাষী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ। চাষিরা আম লিচু বিক্রি ও ব্যবসায়ীরা ব্যবসা করবে। আর মানুষ রয়েছে খাওয়ার অপেক্ষায়।

আম চাষী মুকুল হোসেন জানান, গতবার হামরা আম ও লিচুতে লোকসান গুনিছি। এবার মুকুল দেখি আনন্দ লাগেছে। একই কথা বললেন এন এ মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী মোতালেব। গতবার বৃষ্টিপাত হওয়ার প্রচুর লোকসান গুনতে হয়েছে। এবার মুকুল ভালো হওয়াতে লোকসান পুষিয়ে নেয়ার আশা পোষন করছেন তিনি।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান জানান, চলতি মৌসুম আম ৫ হাজার ৬০০ হেক্টও ও লিচু সাড়ে ৫ হাজার হেক্টও জমিতে চাষাবাদ করা হয়েছে। আম লিচু গাছগুলোতে প্রচুর মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে। আবহাওয়া ভালো থাকলে আশা করছি এবার দিনাজপুরে আম ও লিচুর বাম্পার ফলন হবে।

উল্লেখ, গত মৌসুমে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় চাষী ও ব্যবসায়ীদেরকে লোকসান গুনতে হয়েছিল। এবার ফাল্গুনেই আম ও লিচুর মুকুলে চাষী ব্যবসায়ী ও খরিদ্দাররা আনন্দে উৎফুল্লা হয়ে উঠেছে। আবহাওয়া ভালো থাকলে সবকিছুই পুষিয়ে উঠবে। এবার আম লিচুর দাম কিছুটা বেশি হলেও মানুষ মন ভরে আম লিচু খেতে পারবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –