• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে `কমলী কথা` নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

জীবন যাত্রা, ঘাত-প্রতিঘাতকে উপেক্ষা করে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একজন শিল্পী চিরদিন বেঁচে থাকে। বিশেষ করে ‘অভিনেতার মৃত্যু নেই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার দিবাগত রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী নবরূপীর আয়োজনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে ভারতের নাট্যদল কোলকাতার চাকদহ নাট্যজন প্রযোজিত ও দীপক নায়ক রচিত এবং রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে ‘কমলী কথা’ নাটক মঞ্চস্থ হয়েছে। 

নাটকের অভিনয়ে দর্শক শ্রেতা মুগ্ধ হয়। 

‘জয় গুরু অপেরা’র দল আলকাপ পালা নাটক করেন তাদের জীবন চলে। আধ পেট খেয়ে শুধু কি টাকার জন্য তারা পালা করে? না নেশা তাদেরকে শিল্পীর বাধনে বেধে রেখেছে। পালার মধ্যে বংশি ও কমলীর চরিত্রে যে বহিঃপ্রকাশ ঘটেছে তা স্মরণ রাখার মতো। দর্শকেরা অবাক হয়েছে ছেলেরা নারী চরিত্রে অভিনয় দেখে যা নাটকের শেষ পর্যন্ত দর্শকেরা বুঝতে পারেনি কে পুরুষ কে নারী। হাসি-দুঃখ ভরা কমলীর কথা নাটকটি সবার ভালো লেগেছে। 

নাটকে অভিনয় করেন প্রয়াংশু দাস, অভিক ধর, সুমন পাল, অয়ন চক্রবর্তী, রাহুল দেব ঘোষ, তন্ময় মজুমদার, সঞ্জিব সাহা। ঢোলবাদক হিসেবে-অভিজিৎ বিশ্বাস, বাঁশি-ধনঞ্জয়, ধোতরা- বিমল দাস, আলো- বিক্রম ও আবহ্ সংগীতে-শৈলী দত্ত। 

নাটক শেষে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্যেউৎসব উপ-কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী কোলকাতা নাট্য দলের শিল্পীদের হাতে ফুলের তোড়া, নাট্যোৎসবের ব্যাগ, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –