• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ট্যাংক লরি মেরামতের সময় বিস্ফোরণ, নিহত মিস্ত্রি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রতন হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার রাত পৌনে ৭টার দিকে পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রী বাস টার্মিনালের ভেতর এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন হোসেন দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। তিনি স্থানীয় রতন মোটর গ্যারেজের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে রতন মোটর গ্যারেজে মেরামতের জন্য ঐ লরিটি নিয়ে যান চালক সেরাজুল ইসলাম। পরে মিস্ত্রিকে মেরামতের বিভিন্ন স্থান চিহ্নিত করে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। ওয়েল্ডিং মিস্ত্রি মো. রতন হোসেন এবং তার সহকারী নাহিদ লরিটির উপরের ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই রাত পৌনে ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লরির সামনের ও পেছনের অংশ উড়ে যায়।

এ সময় গুরুতর আহত হন ওয়েল্ডিং মিস্ত্রি রতন হোসেন, তার সহকারী নাহিদ এবং বাসের সুপার ভাইজার বাদশা। এ ঘটনায় পাশে থাকা একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়। পরে আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুরে নেয়ার পথে রাত সোয়া ৮টার দিকে মারা যান রতন হোসেন। এছাড়া বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –