• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে পুতুল নাচ-মূকা নৃত্য

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ ও মূকা নৃত্য পরিবেশিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মহিলা পরিষদের সভাপতি ও দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির উপদেষ্টা কানিজ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একাডেমি মঞ্চে যৌন হয়রানি, বাল্যবিয়ে, কুসংস্কার বন্ধসহ নানান কিছু বিষয় ফুটিয়ে তোলা এ নাটকের পুরো চরিত্রগুলোই ছিল পুতুলের। পুতুলনাচ ও মূকানৃত্য দেখতে আসে অনেক মানুষ।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম কারণ আমরা সংস্কৃতিমনা জাতি। পরিবার থেকেই শিশুকে সংস্কৃতিমনা করে তুলতে হবে। ইন্টারনেট, তথ্য-প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে পড়া অপসংস্কৃতি রোধ করতে শিশুদের এসবের বাইরে রাখতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –