• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জেলার ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, এমকেডিল, গাঁজা, দেশি-বিদেশি মদ, নেশাজাতীয় ইনজেকশন ও টেবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, মদ তৈরির টেবলেট, পাউডার, ভারতীয় বিড়ি, ইয়াবা, বিড়ালের ভেকসিন ও সিরাপ ইত্যাদি।

এ সময় ব্রিগিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বিপুল পরিমাণ মাদক জব্দ ও ধ্বংস করা থেকে বোঝা যায় দেশে মাদকের চাহিদা রয়েছে। যে কারণে মাদক চোরাচালান প্রতিনিয়ত বাড়ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –