• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বেকারিকে জরিমানা

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহারের অপরাধে দিনাজপুর শহরের ইউসুফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজারে ইউসুফ বেকারীর কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন বলেন, অভিযান চলাকালীন সময়ে ইউসুফ বেকারীর কারখানায় বিভিন্ন প্রকার কেক তৈরিতে মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার করছিল। এর অপরাধে মুচলেকা নিয়ে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –