• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরের ঘাগড়া খালে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুর শহরের ঘাগড়া খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।

সোমবার সকালে খালের ঈদগাহবস্তি বড়পুল এলাকা থেকে অভিযান শুরু হয়। অভিযানে খালের দুই পাড়ের আট কিলোমিটার এলাকার ৫৫৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

এ সময় ডিসি মাহমুদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমানসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানান, দুই পাড়ের চিহ্নিত স্থাপনাগুলো উচ্ছেদ করে ঘাগড়া খাল আবার খনন করা হবে। এতে দুই কোটি ২৪ লাখ টাকা ব্যয় হবে।

ডিসি জানান, উচ্ছেদ পরবর্তী খালের দুই পাড়ে ফুটপাত স্থাপনসহ সৌন্দর্য বাড়াতে কিছু পরিকল্পনা গ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –